টেকলাইফ

তিন কোটি তথ্য সরালো ফেসবুক

সাননিউজ ডেস্ক : নতুন ডিজিটাল ইনফরমেশন টেকনোলজি আইন জারি করেছে ভারত। এই আইনের আওতায় তিন কোটি ব্যবহারকারীর তথ্য অপসারণ করেছে ফেসবুক

শুক্রবার (২ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে এসব পোস্ট সরিয়ে দেয় প্ল্যাটফর্মটি। অন্যদিকে ইন্সটাগ্রাম দুই লাখ ব্যবহারকারীর পোস্ট সরায়।

ভারতের ডিজিটাল ইনফরমেশন টেকনোলজি আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মেসেজ পাঠানো হয়, সেগুলো নজরদারি করা হবে। এতে ইতোমধ্যেই দেশটির সরকার ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের সমর্থন আদায় করে নিয়েছে।

ভারতের নতুন আইনে যা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ভারতের একজন চিফ কমপ্লায়েন্স অফিসার, একজন নোডাল অফিসার এবং ব্যবহারকারীদের অভিযোগ পর্যালোচনা করার জন্য একজন গ্রিভেন্স রিড্রেসাল অফিসার নিয়োগ করতে হবে।

সে অনুযায়ী ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীর আপত্তিকর পোস্ট সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র জানান, ‘বহু বছর ধরে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য ফেসবুক বিনিয়োগ করে এসেছে। অনলাইনে যেন ব্যবহারকারী নিরাপদ থাকেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন সে উদ্দেশ্যেই আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের নীতিমালা লঙ্ঘন করে পোস্ট দিয়েছেন, আমরা কেবল তাদের পোস্ট সরিয়ে দিয়েছি। এ সম্পর্কে ভবিষ্যতে আমরা আরও জানাবো।’ আগামী ১৫ জুলাই হোয়াটসঅ্যাপের ব্যাপারে আরেকটি বিবৃতি দেয়া হবে বলে তিনি জানান।

১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ফেসবুক অন্তত তিন কোটি ব্যবহারকারীর সরিয়েছে। এর মধ্যে দুই কোটি ৫০ লাখ স্প্যামিং, ২৫ লাখ ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কনটেন্ট, ১৮ লাখ অশ্লীল ছবি বা ভিডিও এবং তিন লাখ ১১ হাজার হেটস্পিচ ক্যাটাগরি রয়েছে। ১০টি ক্যাটাগরির মাধ্যমে এসব পোস্ট সরানো হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।

এনডিটিভি জানায়, একই সঙ্গে এক লাখ ১৮ হাজার সাইবার বুলিং, পাঁচ লাখ ৮৯ হাজার আত্মহত্যা বিষয়ক, এক লাখ ৬ হাজার সন্ত্রাসী প্রপাগাণ্ডা এবং ৭৫ হাজার ঝুঁকিপূর্ণ সংস্থা ও ব্যক্তির পোস্ট সরিয়ে দিয়েছে ফেসবুক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

আজ বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-বেলজিয...

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ত...

বিশ্বে বায়ুদূষণে আজ ২য় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণ...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আজ সারা দিনের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অস্থায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা