সান নিউজ ডেস্ক : জনপ্রিয় জব সার্চিং প্ল্যাটফর্ম লিংকডইন। যার ৭০ কোটি গ্রাহকের তথ্য হ্যাকড হয়েছে। কিন্তু কীভাবে হ্যাকিংয়ের ঘটনা ঘটলো তা বিস্তারিত জানা যায়নি।
হ্যাকড হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর পুরো নাম, ই-মেইল, জন্মদিন, কর্মস্থলের ঠিকানা, মুঠোফোন নম্বর, ফেসবুক ও টুইটার আইডি, কর্মসংস্থানসংক্রান্ত তথ্য এবং কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট অবস্থানও ছিল।
টেক পোর্টালগুলো জানিয়েছে লিংকডইন ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ব্যবহার করেই গ্রাহকদের গুরুত্বপূর্ণ সব তথ্য হ্যাক করেছে সাইবার ক্রিমিনালরা। ধারনা করা হচ্ছে জব সার্চিং প্ল্যাটফর্মের অধিকাংশ ইউজারের তথ্যই হ্যাকারের কাছে পৌঁছে গেছে।
আশ্চর্যজনক ভাবে, হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে জানিয়েছে হ্যাকার নিজেই। ইউজারদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর, ঠিকানাসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি হ্যাকারদের।
এক বছরের মধ্যে দুবার এমন ঘটনা ঘটায় গ্রাহকরা ব্যক্তিগত তথ্য নিয়ে বেশ চিন্তিত।
সান নিউজ/ এমএইচআর