নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ যুক্ত হলো নতুন ফিচার। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ভিউ ওয়ান্স ফিচার চালু করেছে সামাজিক মাধ্যমটি। এর মাধ্যমে কোনো ছবি বা ভিডিও পাঠানো হলে তা শুধু একবারই দেখা যাবে। খবর গ্যাজেটস নাউ।
বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীরা এ ফিচার ব্যবহার করতে পারবেন। ফিচারটি শুধু অ্যান্ড্রয়েডের জন্য করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ২.২১.১৪.৩ ভার্সনে এ ফিচার পাওয়া যাবে।
ছবি বা ভিডিও একবার দেখা গেলেও যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনি যদি সেই ছবি বা ভিডিও সেভ করেন অথবা স্ক্রিনশটও নিয়ে থাকেন সে ব্যাপারেও হোয়াটসঅ্যাপ কোনো নোটিফিকেশন প্রদান করবে না। কারণ এ প্লাটফর্মে কোনো স্ক্রিনশট ডিটেকশন টুল নেই।
ভিউ ওয়ান্স ফিচার ব্যবহারের আগে বেশকিছু বিষয় জেনে নিতে হবে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপ কিছু গাইডলাইনও প্রকাশ করেছে। যা দেখে খুব সহজেই ব্যবহার করতে পারবেন নতুন ফিচারটি
সান নিউজ/ এমএইচআর