সান নিউজ ডেস্ক : মাইক্রোসফটের ভুল ধরে লাখপতি হয়েছেন ভারতের অদিতি সিং। প্রতিষ্ঠানটির সিস্টেমে থাকা ত্রুটি ধরিয়ে দিয়ে জিতে নিয়েছেন ২২ লাখ রুপি। মাস দুয়েক আগে ফেসবুকের বাগ বা ত্রুটি ধরিয়ে অদিতি পেয়েছিলেন মোটা অঙ্কের পুরস্কার।
এবার মাইক্রোসফটের আজুরে ক্লাউড সিস্টেমের বেশকিছু ভুল দেখিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে পুরস্কার হিসেবে পেলেন ৩০ হাজার ডলার।
অদিতি একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এই হবিকে পেশায় পরিণত করেছেন তিনি। জীবনে প্রথম হ্যাক করেছিলেন প্রতিবেশির ওয়াইফাই পাসওয়ার্ড।
এখন পর্যন্ত তিনি প্রায় ৪০টি কোম্পানির বাগ খুঁজে তাদের জানিয়েছেন। ৪০টি কোম্পানির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, মাইক্রোসফট, মজিলা, পেটিএমসহ আরও অনেকে কোম্পানি।
সান নিউজ/ এমএইচআর