সান নিউজ ডেস্ক : বুলেটিন নামক নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। যেখানে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন।
সি-নেট এর প্রতিবেদন থেকে জানা যায়, লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া।
বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে যে আয় করবে তার পুরোটাই রাখতে পারবেন। লেখকদের লিখিত কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও দিতে পারে ফেসবুক। এজন্য প্রয়োজনীয় ফিচার আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সান নিউজ/ এমএইচআর