প্রযুক্তি ডেস্ক : বিনামূল্যে উইন্ডোজ ১১ আপডেট করতে পারবেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা। উইন্ডোজ ১১ ব্যবহারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম হার্ডওয়্যার থাকলেই স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে নতুন ভার্সনটি।
নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকছে বেশ কিছু সুবিধা। ইউজার ইন্টারফেসে বড় পরিবর্তনের পাশাপাশি স্টার্ট মেনু ঢেলে সাজানো হয়েছে। আইকনগুলো চারকোনার পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।
উইন্ডোজের অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনে নানা রকম সমস্যা দেখা দেওয়ায় মাইক্রোসফটকে ব্যাপক সমালোচনা ও তোপের মুখে পড়তে হয়েছিল। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০। ওই সময় উইন্ডোজ-৮ ব্যবহারকারীদের বিনা খরচে উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিল।
সান নিউজ/ এমএইচআর