সান নিউজ ডেস্ক: ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনসহ আরও বিভিন্ন কারণে মানুষ অ্যাকাউন্ট ডিলিট করেন। কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়? রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেটের পাশাপাশি ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিটের অপশনও। সে বিষয়ে জানাবো আজ-
যেভাবে ডেস্কটপে অ্যাকাউন্ট ডিলিট করবেন-
ফেসবুক লগ-ইন করার পর প্রথমে ডান পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। এখানে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর ‘সেটিংস’ অপশনটি সিলেক্ট করুন। এবার ‘ইউর ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন এবং ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ সিলেক্ট করুন। এবার ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে।
যেভাবে স্মার্টফোনে অ্যাকাউন্ট ডিলিট করবেন-
আগে ফেসবুক অ্যাকাউন্ট লগ-ইন করুন। তারপরে ডান দিকে থাকা ড্রপডাউন মেনু ক্লিক করুন। এবার স্ক্রল করে নিচের দিকে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন। তারপর ‘সেটিংস’ সিলেক্ট করুন। এবার ‘ফেসবুক ইনফরমেশন’ সিলেক্ট করুন এবং ‘ডি-অ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন’ এ ক্লিক করুন। তারপর ‘ডিলিট অ্যাকাউন্ট’ এ ক্লিক করলেই অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
কত দিন পরে ডিলিট হবে আপনার একাউন্ট?
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর এক মাস অবধি ব্যক্তিগত তথ্য সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এরপরে সব ডিলিট হয়ে যাবে।
মেসেজ ডিলিট হবে কি?
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে মেসেজ ডিলিট হবে না। কেবল নাম ও প্রোফাইল ছবি ডিলিট হবে।
ডিলিট করা অ্যাকাউন্টে হ্যাকিংয়ের ঝুঁকি কেমন?
যে অ্যাকাউন্ট আপনি ডিলিট করেছেন, সেটি হ্যাক হওয়ার আর কোনো ঝুঁকি নেই। কারণ সেটি ভার্চুয়াল জগত থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
সান নিউজ/এমএম