নিজস্ব প্রতিবেদক: বাইবিট একটি নন-শেয়ার হোল্ডিং কোম্পানি। দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট কম খরচে জনসাধারণের কাছে পৌঁছানোর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করাই এর উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের স্থাপনকালীন চেয়ারম্যান ও বর্তমান অনারারি অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রব্বানী এর নেতৃত্বের একদল গবেষক এবং প্রকৌশলী এখানে কর্মরত আছেন।
মানুষের জীবনে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্র যেমন ব্যথা উপশমকারী যন্ত্র ইলেকট্রো হেল্থ, হাত-পা ঘামা নিরোধকারী যন্ত্র, পেডোগ্রাফ সহ হাসপাতালের বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট স্বল্পমূল্যে এখানে তৈরি ও বাজারজাত হয়।
করোনাকালীন সময়ে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া, হাসপাতালে রোগীদের ম্যানেজমেন্টের জন্য নেগেটিভ প্রেশার ক্যানোপি-সহ বেশ কিছু প্রযুক্তিগত উদ্ভাবনে বাইবিট সফল ভূমিকা রেখেছে। বাইবিট কোনো যন্ত্রের পেটেন্ট না করে উদ্ভাবনকে মানুষের কাছে নেবার পথকে উন্মুক্ত রেখেছে।
বাইবিট একদিকে যেমন উদ্ভাবনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বাজারজাত করছে, অন্যদিকে দেশের জীবনমুখী গবেষণাতে উৎসাহ তৈরি করতে পেরেছে বলে আমরা মনে করি।
সান নিউজ/এসএস