আইটি ডেস্ক : আলিপে, উইচ্যাট পেসহ চীনের আরও আটটি মোবাইল এ্যাপ নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য সেইসব সংস্থা চীনকে দিতে পারে বলে আশঙ্কা আমেরিকার প্রশাসনের। খবর ভয়েজ অব আমেরিকার। এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।
মার্কিন এ বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, তা ব্যবহার করে চীন সরকার সরকারি কর্মচারীদের এবং ঠিকাদারদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। আগামী দেড় মাসের মধ্যে প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প।
জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে তাকে। চীনা এ্যাপ নিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলেও এ ব্যাপারে বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে চীনা সংস্থা বাইটড্যান্সের জনপ্রিয় এ্যাপ টিকটককে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই নির্দেশ খারিজ হয়েছিল উচ্চ আদালতে। আদালত জানিয়েছিল, ট্রাম্প আইনি ক্ষমতাকে অতিরিক্ত ব্যবহার করছেন।
সান নিউজ/এসএ