তথ্যপ্রযুক্তি ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বাজারে আসছে অ্যাপলের নতুন চার আইফোন। বাজারে নিয়ে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি।
অ্যাপল প্রেমীরা দীর্ঘদিন ধরেই নতুন আইফোনের অপেক্ষায় ছিলেন। ১৩ অক্টোবর মঙ্গলবার অ্যাপলের আইফোন অনুষ্ঠান ঘোষণার দিকে চোখ ছিল সবার। ৪টি নতুন মডেলের আইফোনের ঘোষণা দিল অ্যাপল।
এ বছর বাজারে আসছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি। এর মধ্যে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি মডেল দুটি সাশ্রয়ী দামে পাওয়া যাবে। চারটি মডেলের আইফোনেই ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে।
আইফোন ১২ প্রো মডেলে থাকছে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ১২ প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই ব্যবহৃত হবে এ১৪ বায়োনিক প্রসেসর। ফোন দুটির পেছনে তিন ক্যামেরার সেটআপ থাকব।
এর মধ্যে ১২ প্রোতে পেছনে লিডার স্ক্যানার থাকবে যাতে কোনো বস্তু বা ঘর স্ক্যান করা যাবে, এআর ফিচার ব্যবহার করা যাবে। এর বাইরে লিডার স্ক্যানারে কম আলোতে অটো ফোকাস ও ক্যাপচার টাইম আরও উন্নত হবে। ফোন দুটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ক্যামেরাকে বাড়তি গুরুত্ব দিয়েছে অ্যাপল।
সান নিউজ/এসকে