তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা।
আরও পড়ুন: অ্যালেক্সায় আসছে এআই
এদিকে ভারতে বিভিন্ন মাধ্যমে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করা হয়েছে। এবার বেঙ্গালুরুর এক প্রযুক্তিকর্মী সাইবার প্রতারণার শিকার হয়ে ১১ কোটি টাকা হারিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার শিকার হয়েছেন বিজয় কুমার নামের এক প্রযুক্তিকর্মী। এ বিষয়ে অভিযুক্ত প্রতারক বিজয়কে বলেন, শেয়ার বাজারে তার ৫০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।
সেই বিনিয়োগ যে বেড়ে ১২ কোটি হয়েছে। এরপরই পুলিশ, কাস্টমস এবং ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক মাস থেকে বিজয় কুমারকে ফোন করতে থাকে প্রতারকেরা। যদিও এক সময় ওই তরুণ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর পুলিশে অভিযোগ জানান তিনি।
সান নিউজ/এএন