তথ্যপ্রযুক্তি ডেস্ক: মুহূর্তের মধ্যে মানুষের থেকেও কয়েকগুণ দ্রুত কাজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। তাই অনেকের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারাবেন অনেকেই।
আরও পড়ুন: ফোন চুরি রোধে গুগলের নতুন ফিচার
তবে গুগলের হেড অব রিসার্চ ইয়োসি মাতিয়াস বলেন, কোডিংয়ের মতো কাজের জন্য এখনও মানুষ ডেভেলপারদের থেকে বহু দূরে এআই।
তিনি বলেন, সবারই কোডিং শিখতে হবে। শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনও গুরুত্বপূর্ণ। এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতে পারে। বিশেষত জুনিয়র স্তরে। কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনও অনেক সময় লাগবে।
মাতিয়াস জানান, এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষের ওপরই পড়বে। সুতরাং কোডিংয়ের চূড়ান্ত রূপ দেওয়া বিষয়টি এখনও এআইয়ের নাগালের বাইরে। তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও স্বীকার করেন মাতিয়াস।
সান নিউজ/এএন