লাইফস্টাইল ডেস্ক: অতিরিক্ত পরিপূর্ণতাবাদী হলে অতিরিক্ত সৌন্দর্যচর্চার মানসিকতা তৈরি হয়। নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য অতিরক্ত সৌন্দর্যচর্চাকে তারা নিজেকে ভালোবাসার বহি:প্রকাশ হিসেবে দেখেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, অতিরিক্ত সৌন্দর্যচর্চা মোটেও স্বাভাবিক বিষয় না বলে মন্তব্য করেছেন মনোবিদরা। এসব সমস্যার মধ্যে রয়েছে—
আরও পড়ুন: বেশি পানি পান করা কি ভালো
* কোনো কাজে মনোযোগ দিতে না পারা
* হতাশায় ভোগা
* নিজেকে আড়াল করে রাখা
* নিজের গুণগুলো কাজে লাগাতে না পারা
* আত্মসমালোচনা করা
*নিজের ক্ষতি করতে চাওয়া প্রভৃতি
মানুষের নিখুঁত হওয়ার প্রচেষ্টা আত্মবিশ্বাসহীনতা তৈরি করতে পারে। নিখুঁত সুন্দর হওয়ার জন্য একজন মানুষ অত্যধিক শরীরচর্চা, বেশি বা কম পরিমাণ খাদ্যগ্রহণে উদ্বুদ্ধ হন। এ ছাড়া মাত্রাতিরিক্ত পারফেকশনিজমের ফলে ব্যক্তির মনে উদ্বেগ তৈরি হয়। এই সমস্যাকে ‘অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার’ বলা হয়ে থাকে।
সান নিউজ/এএন