তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাদিন নানান কাজের জন্য স্মার্টফোন ব্যবহার করেন। এতে দেখা যায় জরুরি কাজের সময়মাঝে মধ্যেই ফোন হ্যাং হয়ে কাজ করে না। এ সময় পড়তে হয় অনেক বড় ঝামেলায়। নানার ধরনের কারণে ফোন হ্যাং হতে পারে। কিন্তু বিপত্তি বাঁধে তখন যখন হ্যাং হয়ে পাওয়ার অন হয়ে থাকে।
এ সময় এমন পরিস্থিতিতে পড়তে হয় যে তখন ফোন বন্ধও করা যায় না এবং জরুরি কাজও করা যায় না। কিন্তু ছোট্ট ১টি ট্রিকস জানা থাকলে খুব সহজেই ফোনের পাওয়ার অফ করতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন
কীভাবে ফোন হ্যাং হলেও রিস্টার্ট করতে পারবেন:
প্রথমে মোবাইলের শব্দ বাড়ানো-কমানোর বোতাম ও পাওয়ার বোতাম সব ১ সাথে ১০ সেকেন্ড টিপে ধরে রাখতে হবে। এর পরেই ফোন নিজে থেকে রিস্টার্ট নেবে। এই সমাধানটি খুবই সহজ। কিন্তু তা জানা না থাকলে বিপদ থেকে উদ্ধার পাওয়া কঠিন হয়ে যায়।
সান নিউজ/এমএইচ