স্পোর্টস ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৩তম আসরের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি দেখতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম পরিদর্শন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেই স্টেডিয়াম থেকে ঘুরে এসে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, আইপিএল-২০২০'র জন্য প্রস্তুত বিখ্যাত শারজাহ স্টেডিয়াম।
তবে সৌরভের শেয়ার করা শারজাহ স্টেডিয়ামের একটি ছবিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। শারজাহ স্টেডিয়ামের সেই ছবির পেছনের দিকে ছিল এক পাকিস্তানি ক্রিকেটারের ছবি। সৌরভ যে ছবিটি শেয়ার করেছেন, তার ব্যাকগ্রাউন্ড থেকে ওই পাকিস্তানি ক্রিকেটারের ছবিটি ব্লার করে দেওয়া হয়েছে।
কিন্তু কেন ব্লার করে দেওয়া হয়েছে, তা নিয়ে এখন অবধি কিছুই জানানো হয়নি। তবে বিষয়টি একেবারেই ভালো চোখে নেননি পাকিস্তানের সাবেক থেকে নতুন ক্রিকেটারেরা।
এই মাঠেই ভারতীয়দের পাশাপাশি জাভেদ মিঁয়াদাদ থেকে শুরু করে, রাশিদ লতিফ, মিসবা-উল-হক, আজহার মাহমুদ, দানিশ কানেরিয়ার মতো নামজাদা সাবেক পাকিস্তানি ক্রিকেটারেরাও ইতিহাস সৃষ্টি করেছিলেন।
করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরে মার্চ মাস থেকে স্থগিত থাকা আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে আমিরাতে৷ বিশ্বের সবয়েচে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ ফাইনাল ১০ নভেম্বর৷ করোনা ভাইরাসের কারণে বিসিসিআই এবার আইপিএল আয়োজনের দায়িত্ব দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে৷
সান নিউজ/বি. এম./বিএস | Sun News