স্পোর্টস ডেস্কঃ
সারা বিশ্বজুড়ে করণা তাণ্ডবে থমকে গেছে মানুষের জীবন ব্যবস্থা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উন্নত বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা এবং বিলিয়ন ডলারের গবেষণা, কিছুতেই যেন টানা যাচ্ছে না করোনার রাশ। এরই মধ্যে ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন দেশের লিগগুলো। জার্মান বুন্দেসলিগাও যথারীতি শুরু হয়েছে।
দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর মাঠে নামতে পেরে খেলোয়াড়রা উচ্ছ্বসিত হলেও দর্শকবিহীন মাঠে খেলা গড়াচ্ছে বিভিন্ন মাঠে। কিন্তু খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে মাঠে দর্শক ফেরাতে মরিয়া ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিল ইউরোপের সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ।
বুন্দেসলিগা ও ইউরোপ সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের ভক্ত-সমর্থকদের জন্য দারুণ এক ঘোষণা দিয়েছে। যারা হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার কাপের জন্য টিকিট কিনবেন তাদের আগামী সপ্তাহ বিনামূল্যে করোনাভাইরাস টেস্ট করার সুযোগ দিবে।
মূলত সুপার কাপ খেলতে আগামী সপ্তাহে হাঙ্গেরি যাবে বায়ার্ন। তবে সেখানে বায়ার্নের সমর্থকরা যেতে চাইলে অবশ্যই করোনা নেগেটিভ সনদপত্র নিয়ে যেতে হবে। এমনটাই জানিয়ে দিয়েছে হাঙ্গেরির ফুটবল কর্তৃপক্ষ।
বায়ার্নের অনেক সমর্থক এই সুপার কাপের ম্যাচ দেখতে হাঙ্গেরিতে যেতে ইচ্ছুক। তবে মাত্র ৩ হাজার বায়ার্ন সমর্থক সুযোগ পাবেন হাঙ্গেরিতে যাওয়ার। সেই ৩ হাজার সমর্থকদের ফ্রি করোনা টেস্ট করাবে বায়ার্ন। ২১ ও ২২ সেপ্টেম্বর বায়ার্নের স্টেডিয়ামের সামনে এই টেস্ট করানো হবে। যারা নেগেটিভ হবেন তারাই কেবল হাঙ্গেরি যাওয়ার সুযোগ পাবেন।
সান নিউজ/বি. এম./বিএস | Sun News