ক্রীড়া প্রতিবেদক:
চোট কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ফিরলেন মুশফিক-ইমরুল। চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি তারা। শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে দেখা যাবে তাদের।
বিসিএলে মুশফিকের দল উত্তরাঞ্চল, আর ইমরুলের পূর্বাঞ্চল। দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে পূর্বাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে সিলেটে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।
মুশফিকের পায়ের পেশিতে (কাফ মাসল) চোট ছিল। ইমরুলের সমস্যাও পায়ে, তবে হ্যামস্ট্রিংয়ে। মঙ্গলবার ফিটনেস টেস্টে বিসিবির ফিজিও-ট্রেনারদের সন্তুষ্ট করেছেন দুজনে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মুশফিকের ইনজুরিটা ছিল গ্রেড-ওয়ান। তাই আমরা ধারণা করেছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে সুস্থ হয়ে উঠবে। আর ইমরুলের আরও সপ্তাহখানেক বেশি লাগার কথা ভেবেছিলাম। আমাদের জন্য সুখবর, দুজন ফিটনেস টেস্টে পাস করে খেলার মতো ফিট। তাদের মাঠে নামতে সমস্যা নেই।’