স্পোর্টস ডেস্ক:
ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনক্ষন আগেই প্রকাশিত হয়েছে। তবে কোন দল কবে কাদের মুখোমুখি হবে তা ছিল সকলের অজানা।
রোববার (০৬ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘোষণা করেছে আইপিএলের চূড়ান্ত সূচি।
তাতে প্রথম ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। আবু ধাবিতে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ। দ্বিতীয় দিন মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। পরদিন ব্যাঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
এরপর ২২ সেপ্টেম্বর আইপিএল যাবে শারজায়। সেখানে চেন্নাই মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। পরদিন কলকাতা নাইট রাইডার্স খেলবে মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। আসরের প্রথম ডাবল হেডার বা একদিনে দুই ম্যাচ হবে ৩ অক্টোবর। আইপিএলের এবারের আসরে মোট ১০টি ডাবল হেডার রাখা হয়েছে।
দিনে একটা করে ম্যাচ হলে সেগুলো সন্ধ্যায় মাঠে গড়াবে। অন্যদিকে ডাবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সময় দুপুর ২টায়। ভারতীয় সময়ে যা বিকাল সাড়ে তিনটা এবং বাংলাদেশ সময় বিকেল ৪টা। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আমিরাতের সময় সন্ধ্যা ৬টায়।
আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১০ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে আইপিএলের ১৩তম আসর। ম্যাচ হবে দুবাই, শারজা, আবু ধাবিতে। এবারের আইপিএলের টাইটেল স্পন্সর ড্রিম-১১।