স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দলই। শ্রীলঙ্কা দুই এবং ইংল্যান্ড তাদের দলে এনেছে তিন পরিবর্তন। ইংল্যান্ড দলে ফিরেছেন ক্রিস ওকস, মঈন আলি এবং লিভিংস্টোন। আর লঙ্কানরা দলে ফিরিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কুমারাকে।
আরও পড়ুন : রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলমান বিশ্বকাপে একেবারে ব্যাকফুটে রয়েছে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংলিশরা। তাদের সেই ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে ‘আন্ডারডগ’ আফগানিস্তানের কাছে হার।
ইংল্যান্ড একাদশ:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক ওঅধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলংকা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
সান নিউজ/এমআর