স্পোর্টস ডেস্ক:
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ঠিকই পেলো ইংল্যান্ড। সফররতদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন স্বাগতিকরা।
ম্যাচে পাকিস্তানের শুরুটা ছিল দূর্দান্ত। ৭২ রানের ওপেনিং জুটিতে ফখর জামান আউট হন ৩৬ করে। ক্যারিয়ারের ১৪তম ফিফটি করে বাবর আজম ফেরেন ৫৬ রানে। তিনে নেমে মোহাম্মদ হাফিজ বেশ চড়াও ছিলেন ইংলিশ বোলারদের ওপর। ক্যারিয়ারের ১২তম ফিফটি করেন তিনি। খেলেন ৩৬ বলে ৫টি চার ও ৪টি ছয়ের মারে ৬৯ রানের ইনিংস। নির্ধারিত ওভারে পাকিস্তান করে ৪ উইকেটে ১৯৫ রান।
প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ২০০০ রান ও ৫০ উইকেটের মালিক এখন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। আর দলীয় স্কোরে এটা ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান। এর আগে ১৭৩ রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।
১৯৬ রানের টার্গেটে বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডও বেশ ভালভাবেই শুরু করে। যদিও আরেক ওপেনার টম ব্যান্টন ফেরেন দ্রুতই, ২০ রান করে। ফিফটির দিকে ছুটতে থাকলেও বেয়ারস্টো আটকে থাকেন ৪৪ রানে। তৃতীয় উইকেটে ১১২ রান তোলেন ডেভিড মালান ও অধিনায়ক ওয়েন মর্গান। পাকিস্তানী বোলারদের তুলোধুনো করে ৩৩ বলে ৬৬ রান করেন তিনি ৬টি চার ও ৪টি ছয়ের মারে। এরপর মঈন আলী ও স্যাম বিলিংসও বিদায় নেন দ্রুতই। তবে লুইস গ্রেগরিকে নিয়ে জয়ের কাজটা ভালভাবেই সামলান মালান। ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। পাঁচ বল ও পাঁচ উইকেট বাকি রেখেই ম্যাচ জেতে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এটা ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
ম্যাচ সেরা হন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গান। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পহেলা সেপ্টেম্বর।