স্পোর্টস ডেস্ক:
ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে নোভাক জকোভিচ। ফাইনালে মিলোস রাওনিচকে ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
চ্যাম্পিয়ন হয়ে এ বছর এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রেখেছেন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। সাথে রাফায়েল নাদালের জেতা ৩৫টি মাস্টার্স টেনিস টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ডেও জকোভিচ সমান হলেন।
৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। যেখানে জকোভিচ টুর্নামেন্ট শুরু করবেন বসনিয়া ও হার্জেগোভিনার খেলোয়াড় দামির দুমহুরের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এদিকে মেয়েদের এককে ইনজুরির কারণে ফাইনালে মাঠেই নামতে পারেননি জাপানের নওমি ওসাকা। ম্যাচের আগেই সরে যান তিনি। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে মাঠে নামার কথা ছিল ওসাকার। ফলে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হলো আজারেঙ্কা। ২০১৬ সালের পর এই প্রথম ভিক্টোরিয়া আজারেঙ্কা কোন শিরোপা জিতলেন।