স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ভারত আগেই চলে গেছে ফাইনালে। তাই নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
আরও পড়ুন : বিকালে নামছে বাংলাদেশ-ভারত
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, তিলক ভার্মা, ঈষান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, প্রসিদ কৃষ্ণা, মোহাম্মদ শামি।
সান নিউজ/এমআর