স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিথের কাছে ১-০ গোলের ব্যবধানে হারে প্যারিস সেইন্ট জার্মেইন পিএসজি। ওই ম্যাচে দারুণ খেলেছেন ব্রাজিলের এই সাবেক অধিনায়ক। আর এই ম্যাচ দিয়েই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। তাই সিলভাকে এক বছরের জন্য দলে নিয়েছে চেলসি।
২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছেন চেলসি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আসছে মৌসুমেও বড় তারকা দলে নিচ্ছে ক্লাবটি।
এর আগে সিলভা ফ্লুমিনেস, এসি মিলান ও সবশেষ পিএসজি হয়ে খেলা সিলভা মুখিয়ে আছেন চেলসিতে নতুন ক্যারিয়ার শুরু করতে।
চেলসিতে যোগ দেয়া নিয়ে সিলভা বলেন, “চেলসিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আমি। আসছে মৌসুমে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের দলের একজন হতে পেরে আমি সত্যিই খুশি। দ্রুতই মাঠে নামতে চাই, শিরোপা জিততে চাই”।
থিয়াগোর দলে যোগ দেয়া নিয়ে চেলসির পরিচালক মারিয়া গ্রানোভাসকায়া জানান, “থিয়াগো সিলভা একজন প্রমাণিত খেলোয়াড়। সে নিজেকে অতীতে দারুণভাবে প্রমাণ করেছে। আমরাও তাকে পেয়ে খুশি। আশা করি তার অভিজ্ঞতা এবং সামর্থ্য আমাদের ক্লাবকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং তরুণদেরও সাহায্য করবে”।