ক্রীড়া প্রতিবেদক:
অনুশীলনের নতুন ধাপে এবার বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাক্তিগত অনুশীলন পর্ব শেষ করে এই সপ্তাহ থেকে শুরু হতে পারে দলগত অনুশীলন। তবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তবে এই সপ্তাহ থেকে যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা তা নিশ্চিত।
২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। তিন টেস্টের সফরের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দ্বীপ দেশটিতে বাংলাদেশের যাওয়ার কথা আছে। আর সেই সফরের জন্যই গত জুলাই থেকে ক্রিকেটারদের ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছিল বোর্ড। এতোদিন একক অনুশীলন চললেও এবার দলগত প্র্যাকটিস শুরু করার চিন্তা করছেন কর্মকর্তারা। তারই ধারবাহিকতায় শুরু হতে পারে মূল উইকেটে অনুীশলন।
বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সান নিউজকে বলেন, “আমরা গ্রাউন্ডস কমিটিকে বলেছি যাতে সেন্টার উইকেটটা তৈরি রাখে, যাতে ক্রিকেটাররা আগামী সপ্তাহ থেকে সেখানে অনুশীলন করতে পারে। আর সেখানে ক্রিকেটারদের কয়েকটি গ্রুপে ভাগ করে অনুশীলন করানোর চিন্তা রয়েছে। তিন বা পাঁচজন মিলে একটি গ্রুপ হতে পারে। যাতে করে একজন ব্যাটসম্যান যে একই সময়ে একজন পেসার ও একজন স্পিনারের বল পরপর খেলতে পারে। সম্পূর্ণ ম্যাচের মেজাজেই আমরা এখন থেকে যতোটুকু সম্ভব অনুশীলন করাতে চাই। কারণ বিরতির পর ফিটনেসে দ্রুত ফেরা উচিত ক্রিকেটারদের। নয়তো শ্রীলঙ্কা গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলো খেলতে আমাদের অসুবিধা হতে পারে। যদিও ক্রিকেটারদের ওপর আমার বিশ্বাস আছে যে, তারা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিজেদের তৈরি করে নিতে পারবে”।
শ্রীলঙ্কা যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই ক্রিকেটারদের হোটেল সোনারগাঁতে একেবারে আইসোলেশনে রাখা হবে। এ সময়টাতে জৈব নিরাপত্তা বলয়ে থাকা ক্রিকেটাররা পরিবারের সঙ্গেও দেখা করতে পারবেন না।
সান নিউজ