সংগৃহীত
খেলা

বাংলাদেশের গোল মিসে ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে শেখ মোরসালিনের ব্যর্থতা দীর্ঘদিন পোড়াবে। তরুণ এ ফরোয়ার্ড ২য় মিনিটে ছোট বক্সের সামনে গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেছেন। সেই মোরসালিন ঘরের মাঠে ২ মাসের ব্যবধানে আবার হতাশ করলেন সবাইকে।

আরও পড়ুন: মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে সংগ্রহ ৩৩৪

রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ৫৫ মিনিটে গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন মোরসালিন। রাকিবের ক্রসে ডান দিক থেকে তিনি বল পেয়েছিলেন বক্সে।

বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড সবাইকে অবাক করে ক্রসবারের উপর দিয়ে বাইরে বল পাঠিয়েছেন। পরপর ২ টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জন্য দুঃখ হয়ে থাকলেন মোরসালিন। বাংলাদেশ গোলের সুযোগ মিস করে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র (০-০) হয়েছে।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বসুন্ধরা কিংস অ্যারেনার বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হলো। তবে দেশে এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ ক্লাবের মাঠে আয়োজন হলো। কিংসের ম্যাচের পুরো আয়োজনের দায়িত্বও নিয়েছিল।

সাধারণ দর্শকদের জন্য কোনো টিকিট বিক্রি হয়নি। টিকিট স্বত্ব বসুন্ধরা কিংসকেই বাফুফে দিয়েছিল। ৬ হাজার ধারণক্ষমতার গ্যালারির অর্ধেকই ফাঁকা ছিল।

দীর্ঘদিন বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে জয় নেই। ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাইয়ে ৩-২ গোলের জয়ের পর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ৬ ম্যাচ খেলে ২ টি হেরেছে ও ৪ টি ড্র করেছে। আফগানদের বিপক্ষে দীর্ঘ ৪৪ বছর পর আরেকটি জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি বাংলাদেশ। বাংলাদেশকে জয়ের হাসি হাসতে দেয়নি মোরসালিন আর রাকিবের মিসগুলো।

আরও পড়ুন: এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

বাংলাদেশের শুরু থেকে এ ম্যাচে প্রাধান্য ছিল। গোলের সুযোগও বেশি ছিল। কিন্তু ১ জন দক্ষ ফরোয়ার্ডের অভাবে বারবার গোলবঞ্চিত হতে হয় টাইগারদের। ২২ মিনিটে রাকিব মোরসালিনের পাশ থেকে বল ধরে বক্সে ঢোকেন।

আফগান ডিফেন্ডার মোশায়ের আহাদি শট নিতে বিলম্ব করায় তাকে ব্লক করেন। ওয়ালিজাদার শট২৬ মিনিটে নোমা তারিক কাজীর পায়ে লেগে গতি পরিবর্তন করে ২য় পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। মনে হয়েছিল বলটি বাঁক খেয়ে জালে প্রবেশ করবে। সৌভাগ্যক্রমে বাংলাদেশ বেঁচে যায়।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ

ম্যাচের সবচেয়ে দু:খময় সময় ৫৫ মিনিটে। বাংলাদেশ সহজ সুযোগটি পেয়েছিল। রাকিব ডান দিক দিয়ে ঢুকে মোরসালিনের কাছে নিখুঁত ক্রস দিয়েছিলেন। হতাশ করলেন মোরসালিন। বল ওপর দিয়ে মেরে বাইরে পাঠিয়ে সহজ সুযোগ নষ্ট করেন।

কুয়েতের বিপক্ষে গত সাফের সেমিফাইনালে এভাবে গোল মিস করে বাংলাদেশকে ডুবিয়েছিলেন মোরসালিন। ফাহিম ৬২ মিনিটে বদলি বাম দিক থেকে ক্রস ফেলেছিলেন বক্সে। রাকিব বলটি যখন রিসিভ করেন তখন তার সামনে গোলরক্ষক একা। কিন্তু শট নিতে পারেনি। গোলরক্ষক এসে বাধা দিলে বাংলাদেশের আরেকটি সুযোগ নষ্ট হয় ।

আরও পড়ুন: ২৬৬ রানে অলআউট ভারত

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, ইসা ফয়সাল, তপু বর্মন, মো. রিদয় (জনি), জামাল ভূঁইয়া (ফাহিম), মোরসালিন (রবিউল), রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী (সাদ), সোহেল রানা-১, সোহেল রানা-২।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা