ক্রীড়া প্রতিবেদক : হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তবে বিশ্বকাপকে সামনে রেখে ঝুকি নিতে চাইছে না বিসিবি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে এবাদতকে। সব ঠিক থাকলে ইংল্যান্ডে পাঠানো হতে পারে এই পেসারকে।
আরও পড়ুন : মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন
বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বলেন, ‘আমরা বিসিবির পক্ষ থেকে এবাদতের উন্নত চিকিৎসার উদ্যোগ নিয়েছি এবং তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।’
অন্যদিকে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর জানান, 'এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে। আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।'
আরও পড়ুন : এশিয়া কাপ শেষ এবাদতের!
তিনি আরো বলেন, 'এটার প্রক্রিয়া চলছে, তবে আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু সে যাবে সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।
এবাদত ঠিক কবে নাগাদ আবারো মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন জানতে চাইলে দেবাশীষ বলেন, 'মেডিকেল ব্যাপার তো এভাবে হয় না। ওর ওয়ার্কলোড বাড়ানোর সময় ব্যথা বেড়েছিল। এরপর এখন আবার রেস্ট দিয়েছি। এরপর আমরা আবার চেক করবো। চেষ্টা করবো দেখবো কি অবস্থা, এভাবেই তো আগাবো আমরা। এখন বলা কঠিন কবে মাঠে ফিরতে পারবে।
সান নিউজ/জেএইচ