ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ করা হয়েছে ইংল্যান্ডের টবি র্যাডফোর্ডকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এই তথ্য জানিয়েছে বিসিবি। সাইমন হেলমটের জায়গায় টবি র্যাডফোর্ডকে নিয়োগ দেয়া হয়েছে।
এক বছরের চুক্তিতে চলমান আগস্ট মাস থেকে তিনি বিসিবির এইচপি ইউনিটের হেড কোচ হিসেবে কাজ করবেন। তার প্রথম অ্যাসাইনমেন্ট হলো শ্রীলঙ্কায় আসন্ন এইচপি ইউনিটের সফর। সেপ্টেম্বর-অক্টোবর মিলিয়ে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে এইচপি ইউনিটের দ্বীপ দেশটিতে সফর করার কথা আছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে টবি কাজ করেছেন। প্রতিক্রিয়ায় টবি বলেন, বাংলাদেশে তরুণদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। এখানকার তরুণরা যে প্রতিভাবান তার প্রমান তারা দিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে। এই তরুণরাই এইচপি দলে খেলবে।