স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছে এখন পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান তুলেছে সফররতরা। ফলো অনে ব্যাটিংয়ে নেমে এখনো ২১০ রানে পিছিয়ে পাকিস্তান। ম্যাচ বাঁচাতে শেষ দিনের পুরোটা সময় ব্যাটিং করতে হবে পাকিস্তানকে।
অন্যদিকে ৬০০-র মাইলফলকের অপেক্ষায় থাকা ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনের আর দরকার একটি উইকেট।
ফলো অনে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে পাকিস্তান। বৃষ্টির বাধা পেরিয়ে দিন শেষ করে তারা ২ উইকেটে ১০০ রান তুলে। দুই ওপেনার শান মাসুদ ১৮ ও আবিদ আলী করেন ৪২ রান। অধিনায়ক আজহার ২৯ ও বাবর আজম ৪ রান নিয়ে শেষ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন।
আবিদ আলীকে এলবিডব্লিউ করে নিজের ক্যারিয়ারের ৫৯৯তম উইকেটটি পান জিমি অ্যান্ডারসন। চতুর্থ দিনেও অ্যান্ডারসনের বলে শান মাসুদের ক্যাচ ছাড়েন উইকেটরক্ষ জস বাটলার। ম্যাচে এখন পর্যন্ত ফিল্ডারদের ব্যর্থতায় চারটি উইকেট বঞ্চিত হয়েছেন অ্যান্ডারসন।