স্পোর্টস ডেস্ক:
২০১৭ সালের পর এই প্রথম টেনিস র্যাংকিংয়ে সেরা দশে থাকা কোন খেলোয়াড়কে হারালেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে জার্মানির আলেকজান্ডার ভেরেভকে হারিয়েছেন মারে। তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী মারে জেতেন ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে।
বিশ্ব র্যাংকিংয়ে এখন ১২৯তম স্থানে আছেন অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডে তিনি খেলবেন কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে।
২০১৭ সালে শেষ ফ্রেঞ্চ ওপে কেই নিশিকোরিকে হারিয়েছিলেন মারে। এরপর এখন পর্যন্ত আর টেনিস র্যাংকিংয়ে সেরা দশে থাকা কোন খেলোয়াড়কে মারে হারাতে পারেননি।
ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন সাধারনত সিনসিনাটিতে হয়ে থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এটা এবার নিরাপত্তার বলয়ের আওতায় এনে ফ্ল্যাশিং মিডোতে অনুষ্ঠিত হচ্ছে। কারণ এখানেই ৩১ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন গ্র্যান্ডস্লাম টেনিস টুর্নামেন্ট।