ছবি-সংগৃহীত
খেলা

বাফুফের তদন্ত কমিটি এখন ভারমুক্ত

ক্রীড়া প্রতিবেদক : দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। নিষিদ্ধের পাশাপাশি মোট ৫১ পাতার রিপোর্টও দিয়েছিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতে বাফুফে অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে তার প্রতিবেদন আজ জমা দিয়েছে ওই কমিটি।

আরও পড়ুন : কানাডার লিগে আফিফও খেলবেন

রোববার (৩০ জুলাই) বিকেলে তদন্ত কমিটির সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমা দেয় হয় এই তদন্ত প্রতিবেদন। এতে সাক্ষর করেছেন তদন্ত কমিটির সাত সদস্য।

বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটি ছিল ১০ জনের। দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। আট সদস্য নিয়ে কমিটি কার্যক্রম হয়েছে। আজ শেষ সভাতেও অনুপস্থিত ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও কমিটির সদস্য ইমরুল হাসান।

তার অনুপস্থিতিতে সাত জনের স্বাক্ষরে প্রতিবেদন জমার কথা বলেন কমিটির আহ্বায়ক কাজী নাবিল আহমেদ, 'আমরা আজ যারা উপস্থিত ছিলাম তারাই স্বাক্ষর করে সভাপতি মহোদয়কে দিয়েছি।'

আরও পড়ুন : ঘুরে দাঁড়িয়ে ড্র আর্জেন্টিনার

তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন করা হলেও কিছুই বলেননি কাজী নাবিল। তিনি ফেডারেশনের দিকেই বল ঠেলেছেন, 'বল এখন ফেডারেশনের কোর্টে। ফেডারেশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এক প্রশ্নের জবাবে নাবিল বলেন, 'যে কোনো কাজ বা দায়িত্ব চ্যালেঞ্জের। আমরা আমাদের কাজ শেষ করে এখন অনেকটাই ভারমুক্ত।'

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'মাত্র মিনিট পাঁচেক আগে কমিটি আমাকে প্রতিবেদন দিয়েছে। আমি বাফুফের নির্বাহী সভা ডাকব। সেখানে সবাইকে রিপোর্টটি দেব। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।'

আরও পড়ুন : ছেলেরা জাপান, মেয়েরা চীনের গ্রুপে

রিপোর্টটি বোর্ড সভায় উথাপনের আগে নিজে পড়বেন বলে জানান বাফুফে সভাপতি। এই বিষয়ে তিনি বলেন, 'অবশ্যই রিপোর্টটি আমি পড়ব। শুধুই পড়ব সেখানে কিছুই করব না।'

বাফুফের তদন্ত প্রতিবেদন প্রকাশ সম্পর্কে সালাউদ্দিন বলেন, 'ব্যক্তিগতভাবে আমি এটি প্রকাশ হলে কোনো সমস্যা দেখি না। তারপরও এটি বোর্ডের সিদ্ধান্ত। কারণ বিষয়টি নির্দিষ্ট কোনো কমিটির নয়।'

আরও পড়ুন : বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কর্মকাণ্ডের জন্য বাফুফে বিব্রত। তদন্ত প্রতিবেদন এবং ফেডারেশনের ভবিষ্যত কর্মকাণ্ডে এর পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, 'চেষ্টা করব যেন ভবিষ্যতে এ রকম না হয়। ঝড় আসবে না এ রকম ওয়াদা কেউ করতে পারে না।'

প্রায় তিন মাসব্যাপী চলা তদন্ত কমিটির কার্যক্রমকে প্রশংসা করে বাফুফে সভাপতি বলেন, 'নাবিলসহ তার কমিটিকে ধন্যবাদ। তারা অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

বিরলে রাস্তা নির্মাণ নিয়ে দন্দ্ব

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর মৌজার সরকারপাড়ায় একটি...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা