ছবি-সংগৃহীত
খেলা

ঘুরে দাঁড়িয়ে ড্র আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ইতালির কাছে হার দিয়ে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। তাই দ্বিতীয় ম্যাচে ছিল জয়ে ফেরার চ্যালেঞ্জ। এমন ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে দুই গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। তবে ঘুরে দাড়ানোর দারুণ গল্প লিখে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

আরও পড়ন : ছেলেরা জাপান, মেয়েরা চীনের গ্রুপে

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় ভোরে ফরসিথ বার স্টেডিয়ামে বিশ্বকাপের 'জি' গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্জেন্টাইন নারী দল।

ম্যাচে সমান ১৩টি করে শট নিলেও আক্রমণ, বল দখল সবদিক থেকেই দক্ষিণ আফ্রিকানদের চেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এদিন শুরু থেকেই একের পর আক্রমণে আফ্রিকার নারীদের কোণঠাসা করে রাখে তারা। তবে ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা মাথোলা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন।

এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার মেয়েরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনার নারীরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে থেম্বি কাটলানা আফ্রিকার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এক সময় মনে হচ্ছিল ম্যাচটা সহজেই হেরে যাবে আর্জেন্টিনা।

আরও পড়ন : বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

তবে সেখান থেকে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৭৪ মিনিটে ২-১ করেন সোফিয়া ব্রাউন। আর তার পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় আলবেলিস্তেরা। ৭৯ মিনিটে আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস রমিনা নুনেজ হেড করে জালে পাঠান।

এরপরও আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে দুই দলের। তবে আর কেউ ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ন : এশিয়া কাপের দলে ২০ ক্রিকেটার

'জি' গ্রুপে দুই দলই খেলে ফেললো নিজেদের দ্বিতীয় ম্যাচ। যেখানে সমান ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২ আগস্ট) সুইডেনের বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব পার করতে সেই ম্যাচ জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা