স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফলো অনে পড়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৭৩ রানে। এর আগে স্বাগতিকরা ৮ উইকেটে ৫৮৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণ করেছিল।
৩ উইকেটে ২৪ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। এক প্রান্তে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। তবে অবিচল ছিলেন আজহার আলী। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৪১ রান করেন তিনি। ক্যারিয়ারের ১৭ তম সেঞ্চুরি এটি আজহারের।
মিডল অর্ডারে তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি করে ৫৩ রানে আউট হন তিনি। নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে পাকিস্তান। ফলো অনে সফররতরা চতুর্থ দিন তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।
৫৬ রানে ৫ উইকেট নেন জিমি অ্যান্ডারসন। ক্যারিয়ারে ২৯তম বারের মতো অ্যান্ডারসন ৫ উইকেট নিলেন। আর দুটি উইকেট পেলেই টেস্টে ৬০০ উইকেটের মাইলফলকে নাম লেখাবেন জিমি অ্যান্ডারসন।