স্পোর্টস ডেস্ক : সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করার সঙ্গে টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতল টাইগাররা।
আরও পড়ুন : ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টিতে আফগানদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। তারা দুজনে ৯ ওভারে ৬৭ রান তুলে নিলে সহজ জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় স্বাগতিকদের।
দশম ওভারে মুজিব এসে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান। লিটন ৩৬ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ আর আফিফ ২০ বলে ২ ছক্কায় ২৪ রান করে আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪ করে ফিরলে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।
আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা পেলেন মেসি
তবে তাওহিদ হৃদয় ১৭ বলে ১টি করে চার-ছক্কায় ১৯ করে দলকে জয়ের অনেকটা কাছে নিয়ে আসেন। বাকি কাজটা সারেন সাকিব আল হাসান আর শামীম পাটোয়ারী। সাকিব ১১ বলে একটি করে চার ছক্কায় ১৮ আর শামীম ৭ বলে ৭ রানে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন, মোস্তাফিজ ও সাকিবের বোলিং তোপে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানেই আটকে যায় আফগানিস্তান। এরপর বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে মাত্র ১১৯ রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা।
সান নিউজ/এমআর