ছবি-সংগৃহীত
খেলা

বাংলাদেশের সহজ জয়

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। আজকের ম্যাচে জয়ের ভীতটা গড়ে দেন বোলাররা। কিন্তু সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্যর্থ মিডল অর্ডার। তাতে জেগেছিল হারের শঙ্কা। তবে রাব্বি-বর্ণের দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন : এশিয়ানে সেমিতে উঠলেন ইমরানুর

শুক্রবার (১৪ জুলাই) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা।

এদিন সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুতই ফিরেছেন রিজওয়ান। এই ওপেনার ৫ রান করে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার আদিল দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৫ রান।

কিন্তু আরিফুল-শিহাবরা ব্যর্থ হলে হারের শঙ্কা জাগে। তবে সাত এবং আট নম্বরে ব্যাটিং করতে নেমে যথাক্রমে অপরাজিত ২৫ ও ২৬ রান করেছেন বর্ণ ও রাব্বি। তাতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। থেব গাজিড ১ রান করে সাজঘরে ফেরার পর তিনে এসে গোল্ডেন ডাক খেয়েছেন ডেভিড টিগার। সুবিধা করতে পারেননি জোনাথনও।

টপ অর্ডারের এই তিন ব্যাটার ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন প্রিটোরিয়াস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান এসেছে তার ব্যাট থাকে। এই ওপেনার ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেনি। ফলে ১২৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের এই জয়ে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে। তাই শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আগামী ১৭ই জুলাই সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুইদল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা