ক্রীড়া প্রতিবেদক : সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
আরও পড়ুন : দুই ম্যাচ দেখে দলকে মাপা উচিত না
বাংলাদেশ দলে আনা হয়েছে তিন পরিবর্তন। এবাদত হোসেন ইনজুরির কারণে ছিটকে গেছেন। দলে নেই মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদও। তাদের পরিবর্তে বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। অর্থ্যাৎ, তিন পেসারের পরিবর্তে বাংলাদেশ আজ খেলবে দুই পেসার নিয়ে। তাইজুলকে দিয়ে স্পিনে শক্তি বাড়ানো হয়েছে।
অন্যদিকে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বিশ্রাম দেয়া হয়েছে দলটির তারকা লেগ স্পিনার রশিদ খানকে। সঙ্গে বিশ্রাম পেয়েছেন মোহাম্মদ সেলিমও। রশিদ খান এবং মোহাম্মদ সেলিমের পরিবর্তে আফগান একাদশে জায়গা পেয়েছেন আবদুর রহমান এবং জিয়া-উর রহমান। দু’জনের মাথাতেই আজ উঠবে অভিষেকের ক্যাপ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
আরও পড়ুন : ভারতে দল পাঠাতে নারাজ পাক ক্রীড়ামন্ত্রী
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, আবদুর রহমান, জিয়াউর রহমান।
সান নিউজ/জেএইচ