ক্রীড়া প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। জানা গেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : তামিমকে নিয়ে সাকিবের স্ট্যাটাস
শুক্রবার (৭ জুলাই) দুপুরে তামিম গণভবনে যান। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, আজ (শুক্রবার) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন তামিম ইকবাল। আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে তিনি আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।
এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি। এমন সেটার নিদিষ্ট তথ্যও জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়
এদিকে তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগ আছে ক্রিকেট বোর্ডেরও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সান নিউজ/জেএইচ