স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি জয়ের ইতিহাসটা কি নিজেদের মতো করে লিখতে পারবে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি? নাকি বায়ার্ন মিউনিখের দাপটের ষষ্ঠ ট্রফি জয়ের সাফল্যে আটকে যাবে তাদের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন? সব প্রশ্নেরই উত্তর মিলবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। রোববার (২৩ আগস্ট) রাত ১টায় পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
সেমিফাইনালে অলিম্পিক লিঁওকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন। যা তাদের ১১তম ফাইনাল। ২০১৩ সালে শেষ শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। এরপর আর ফাইনাল খেলতে পারেনি দলটি। এই বায়ার্নই এবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করেছে লজ্জা দিয়ে। বার্সার বিপক্ষে বায়ার্ন ম্যাচ জিতেছিল ৮-২ গোলে।
অন্যাদিকে ফরাসি লিগে দাপট থাকলেও সেই ধারা ইউরোপিয়ান অন্যান্য টুর্নামেন্টে দেখাতে পারছিল না পিএসজি। এবার তাদের সামনে সুযোগ প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের শিরোপা জয়ের। পিএসজি কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আতালান্তাকে। আর সেমিফাইনালে জিতেছিল লাইপজিগের বিপক্ষে। নেইমার-এমবাপ্পে জুটি আছেন পিএসজির আক্রমনভাগে। যাদের উপরই মূল দায়িত্ব বায়ার্নকে হারিয়ে পিএসজির শিরোপা জয় করার।
সান নিউজ