স্পোর্টস ডেস্ক:
৪র্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত এসেছে ২০৫ রান। যেখানে জ্যাক ক্রলি করেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর অভিজ্ঞও জস বাটলারও আছেন শতকের অপেক্ষায়। তাদের এমন ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৩৩২ রান নিয়ে ব্যাটিং শুরু করবে ইংল্যান্ড।
টস জিতে ম্যাচে ব্যাটিংটাই বেছে নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দলীয় ১২ রানেই বিদায় নেন ওপেনার ররি বার্নস। ডম সিবলিও ব্যাক্তিগত ২২ রানে আউট হন ইয়াসির শাহর ঘূর্নিতে।
জো রুট এবং পোপও উইকেটে গিয়ে বেশিক্ষণ নিজেদের ধরে রাখতে পারেননি। ২৯ রান করেন রুট। আর পোপ সাজঘরে ফেরেন ৩ রানে ইয়াসিরের দ্বিতীয় উইকেট হিসেবে।
এরপর ওয়ান ডাউনে নামা জ্যাক ক্রলির সাথে গাঁটছাড়া বাঁধেন জস বাটলার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ক্রলি। দিন শেষে তিনি অপরাজিত আছে ১৭১ রানে।
আর ক্যারিয়ারের ১৮তম ফিফটি করে বাটলার উইকেটে আছে ৮৭ রানে।
সান নিউজ