ক্রীড়া প্রতিবেদক : আফগান সিরিজকে সামনে রেখে অনুশীলন করেছেন টাইগাররা। তবে আগামী বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশ ব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৪ জুন) থেকে ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
আরও পড়ুন : বোলারদের ব্যাটিং শেখাবেন পোথাস
আজ শনিবারই ঈদের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে শেষ দিনের অনুশীলনে ছিলেন না বেশ কয়েকজন ক্রিকেটার। আগে থেকেই গিয়েছিলেন ছুটিতে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা গিয়েছেন নিজ এলাকায় ঈদ পালন করতে।
তবে ঈদের ছুটিও অবশ্য খুব একটা দীর্ঘ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ।
আরও পড়ুন : বিপিএলের শুরুর সময় ঘোষণা
আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা সরাসরি দিবেন চট্টগ্রামে। সেখানে ওয়ারডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই। একই মাঠে পরের ম্যাচ দুটি গড়াবে ৮ ও ১১ জুলাই।
সান নিউজ/জেএইচ