ক্রীড়া প্রতিবেদক : আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এই দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। এছাড়াও দলে রয়েছেন সৌম্য সরকার ও নাঈম শেখ।
আরও পড়ুন : কানাডায় খেলবেন সাকিব-লিটন
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তরুণ ক্রিকেটারদের মধ্যে ঘোষিত দলে আরো রয়েছেন শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন। এছাড়া দলের সহ-অধিনায়ক হিসেবে দাযিত্ব পেয়েছেন সদ্য জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা জাকির হাসান। রয়েছেন মাহমুদুল হাসান জয়ও।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং শ্রীলঙ্কা।
আরও পড়ুন : টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাইফ হাসানের দল।
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড :
সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যঞ্জয় চৌধুরি, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।
রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ
সান নিউজ/জেএইচ