ক্রীড়া প্রতিবেদক : হতাশায় শুরু হলেও দিনের শেষটা দারুন হল বাংলাদেশের। আফগানিস্তানকে অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়েও সফল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল। এতে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৭০ রানে।
আরও পড়ুন : ১৪৬ রানেই শেষ আফগানিস্তান
শতরানের জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। সাড়ে পাঁচ রানরেটে ১১৬ রান যোগ করেছেন তারা। দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি, দুজনই সমান ৫৪ রান করে অপরাজিত। খেলেছেন সমান ৬৪ বলও!
আফগানদের ১৪৬ রানে অলআউট করে দেয়ায় প্রথম ইনিংসেই বাংলাদেশ এগিয়ে যায় ২৩৬ রানের বিশাল ব্যবধানে। তারপরও সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ দল।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের শেষ বলে আউট হন প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। ৪ চারে ১৩ বলে ১৭ রান করেন তিনি।
আরও পড়ুন : টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট
জয়ের বিদায়ের পর বোলারদের ওপর চড়াও হন টাইগার দুই ব্যাটার শান্ত ও জাকির। শান্ত তার ক্যারিয়ারের চতুর্থ আর জাকির তুলে নেন দ্বিতীয় হাফসেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদী ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাঈ ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, এবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ১৩৪/১ (জয় ১৭, জাকির ৫৪*, শান্ত ৫৪*; আহমেদজাঈ ৫-০-৩৪-০, মাসুদ ৩.৫-০-৩০-০, হামজা ৬.১-০-২৭-১, জানাত ৪-০-২৪-০, জহির ৪-০-১৯-০)
সান নিউজ/জেএইচ