স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগালের লিসবনে শুরু হবে ম্যাচ। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আরবি লাইপজিগ ও প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি।
এর আগে একবারই প্রতিযোগিতাটির সেমিফাইনালে খেলেছিল পিএসজি, সেটা ১৯৯৫ সালে। তবে লাইপজিগের জন্য এবারের আসর স্বপ্নযাত্রা। প্রথমবারের মতো নক আউট পর্বে খেলেই শেষ চারে এসেছে তারা।
কোয়ার্টার ফাইনালে পিএসজি ২-১ গোলে হারিয়েছিল আতালান্তাকে। লাইপজিগও একই ব্যবধানে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে এসেছে।
দুই দল একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল। ২০১৪ সালে একটি ক্লাব প্রীতি ম্যাচে খেলেছিল লাইপজিগ ও পিএসজি। যেখানে ৪-২ গোলে জিতেছিল লাইপজিগ।