স্পোর্টস ডেস্ক:
লুকাকু ও মার্টিনেজ করেছেন জোড়া গোল। তাতে বড় জয় এসেছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। ৫-০ গোলের ব্যবধানে জয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ইন্টার মিলান।
সোমবার রাতের সেমিফাইনালে ইন্টারের স্কোর সূচনা করেন মার্টিনেজ। ১৯ মিনিটে তার গোলে লিড নেয় ইতালিয়ান দলটি। প্রথমার্ধে এরপর আর কোন গোল পায়নি ইন্টার মিলান।
৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডামব্রোসিও। মার্টিনেজ তার দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৭৪ মিনিটে।
শেষ জ্বলে উঠেন রোমেলু লুকাকু। ৭৮ ও ৮৩ মিনিটে দুটি গোল করেন তিনি।
ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ সেভিয়া। সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল তারা। ইউরোপা লিগের পাঁচটি শিরোপা জয়ী সেভিয়ার বিপক্ষে ট্রফি লড়াইয়ে ইন্টার মিলান নামবে ২১শে আগস্ট।