স্পোর্টস ডেস্ক:
শেষ হলো বার্সেলোনায় কোচ কিকে সেতিয়েনের অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে রেকর্ড ব্যবধানে হারের পর বার্সা থেকে সেতিয়েনের বিদায় ছিল সময়ের ব্যাপার। গত (১৭ আগস্ট) রাতে এক বৈঠকে সেতিয়েনের ব্যাপারে সিদ্ধান্ত বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে এখনো কোন ঘোষণা আসেনি। রোনাল্ড কোম্যান হতে পারেন বার্সেলোনার নতুন কোচ।
এবার স্প্যানিশ লিগে এক পর্যায়ে বেশ ভাল অবস্থানে ছিল বার্সেলোনা। কিন্তু করোনা পরবর্তী সময়ে লিগ যখন আবার শুরু হয় তখন ট্রফি দৌড় থেকে পিছিয়ে যেতে থাকে বার্সা। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হাতছাড়া হয় লা লিগা শিরোপা।
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে রেকর্ড ৮-২ গোলের ব্যবধানে বায়ার্ন মিউনিখের কাছে হারে তারা। আর এই হারেই ত্বরান্বিত হয় কোচ কিকে সেতিয়েনের বিদায়। এছাড়া খেলোয়াড়দের সঙ্গেও সেতিয়েনের বনিবনি হচ্ছিল না।
সেতিয়েনের জায়গায় আসতে পারেন রোনাল্ড কোম্যান। তিনি বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ।