ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। নারী দলের সাফল্যের অন্যতম কারিগর তিনি। তার হাত ধরেই সাফ ট্রফিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে মেয়েরা। তবে চলতি মে মাস শেষে তাকে আর এই পদে দেখা যাবে না। কোচের পদ থেকে পদত্যাগ করছেন তিনি।
আরও পড়ুন : আর্জেন্টিনার গোল উৎসব
শুক্রবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছেন ছোটন নিজেই।
চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত কোচ হিসেবে আছেন জানিয়ে ছোটন বলেন, গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই’।
মেয়েদের কোচের পদ ছাড়লেও ফুটবলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘ছোট দলও যদি পাই তাহলে কাজ করবো।’
আরও পড়ুন : উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ
আনুষ্ঠানিকভাবে ক্লান্তির কথা বললেও ছোটনের মনে রয়েছে অসন্তোষ ও অপ্রাপ্তি। ছোটনের হাত ধরে নারী দলের এত সাফল্যের পরও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও অসন্তুষ্টি রয়েছে তার। ফুটবল পড়ায় গুঞ্জন, হয়তো সে কারনেই কোচের পদ থেকে সরে দ্বারালেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি। সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে সাফ জয়।
সান নিউজ/জেএইচ