রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি-সংগৃহীত
খেলা প্রকাশিত ১৯ মে ২০২৩ ১৪:৩২
সর্বশেষ আপডেট ১৯ মে ২০২৩ ১৪:৩২

আফগানদের বিপক্ষে খেলবে সেরা দল

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশে এসেছে বাংলাদেশ। টাইগারদের সামনে নতুন মিশন। আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে আফগানিস্তান। তাদের বিপক্ষে ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

টেস্টে আফগানদের বিপক্ষে সর্বশেষ দেখায় হেরেছিল বাংলাদেশ। সে কারণে এবারের টেস্ট ম্যাচে মূল একাদশ নিয়ে নামার কথা জানা গেছে। এমনকি কোনো পরীক্ষা-নিরীক্ষাতেও যাবে না- এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

শুক্রবার (১৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, গত টেস্ট ম্যাচটা হেরেছি। তাই হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে নামানো হবে।’

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

আঙুলের চোটে ভুগছেন অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে তাকে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পাওয়া যায়নি। আফগান সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে নান্নু মনে করেন টেস্টে না থাকলেও, সাকিবকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে।

প্রধান নির্বাচক বলেন, ‘গত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সঙ্গেও আমরা ভালো খেলেছি। যদিও খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ জানাতে পারব। দেশের মাটিতে সিরিজ, ভালো খেলব আশা করি।’

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

জুনের ১০ তারিখ ঢাকায় পৌঁছাবে আফগানিস্তান দল। মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা