ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমসে নারী ফুটবল দল পাঠানোর কথা জানালেও পুরুষদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক সংস্থা (বিওএ)। তীব্র সমালোচনার পর অবশেষে পুরুষ দলকেও পঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রীড়া সংস্থাটি। সব ঠিক থাকলে আসরটিতে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে।
আরও পড়ুন : বাফুফের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ
মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা বলেছেন।
গত ৬ মে বিওএর নির্বাহী কমিটির সভায় পুরুষ ডিসিপ্লিনে নারী ফুটবল দলকে প্রথমবারের মতো পাঠানোর সিদ্ধান্ত হলেও বাদ দেওয়া হয় ছেলেদের।
গত এশিয়ান গেমসে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়েছিল জামাল ভূঁইয়ারা। তবে পুরুষ ফুটবল দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে এশিয়ান গেমসে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিওএ।
আরও পড়ুন : বিতর্কিত ‘সফট সিগন্যাল’ বাতিল
তারপর এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রীড়া সংস্থাটি। বাফুফে নারী দলের পাশাপাশি পুরুষ দল পাঠানোর জন্য বিওএকে অনুরোধ করে চিঠি দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিওএ থেকে বলা হয়েছিল তাদের পরবর্তী নির্বাহী কমিটির সভায় পুরুষ ফুটবল দল নিয়ে সিদ্ধান্ত হবে।
আজ (মঙ্গলবার) গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সৈয়দ শাহেদ রেজা বলেন, পুরুষ ও নারী দুটো ফুটবল দলকেই তারা এশিয়ান গেমসে পাঠাবেন।
আরও পড়ুন : বাংলাদেশের সিরিজ জয়
পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন বিওএ মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। আসরটি হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনার কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়।
সান নিউজ/জেএইচ