স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামবে টাইগাররা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চোটের কারণে খেলতে পারছেন না এই অলরাউন্ডার।
বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, সহসাই সাকিবকে পাওয়া যাচ্ছে না। আগামী মাসে আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত তারকা অলরাউন্ডার। এক্স রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।
আরও পড়ুন: ওয়ানডে দলে রদবদলের জায়গা নেই
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে ব্যাথা পান। পরবর্তীতে ফিল্ডিং করেছেন। ব্যাটিংও করেছেন। তাতে চোট আরও বেড়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাকিবের পরিবর্তে একাদশে থাকবেন ইয়াসির আলী চৌধুরী।
সান নিউজ/আর