স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা নিয়ে প্রতিবারই একটা শঙ্কায় থাকে টাইগার ভক্তরা। তবে দেশের বাইরের সিরিজ সম্প্রচার নিয়ে এবার একটা দফারফা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন: টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়
গতকাল (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন নিজস্ব চ্যানেল খোলা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’
আরও পড়ুন: মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিসিবি প্রধান আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো কিংবা টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব। অথচ চলমান সিরিজেও তাদের কেউ আগ্রহ দেখায়নি।’
সান নিউজ/আর