ছবি-সংগৃহীত
খেলা

দলে দু’জন ‘জেনুইন অলরাউন্ডার’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বে দলগুলোর সফলতার পিছনে বড় অবদান থাকে অলরাউন্ডারদের। বাংলাদেশ দলেও আছেন সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অলরাউন্ডার। সম্প্রতি জাতীয় দলের হয়ে ব্যাট-বলে দারুণ অবদান রাখছেন মেহেদী হাসান মিরাজও। যে কারণে মিরাজকে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ভাবতে শুরু করেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (৮ মে) প্রথম ওয়ানডের আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এসময় মিরাজকে জেনুইন অলরাউন্ডারের তকমা দেন তিনি। এছাড়া দলে দুই অলরাউন্ডার থাকায় নিজেদের ভাগ্যবান বলেই দাবি করেন টাইগারদের এই মাস্টারমাইন্ড।

মিরাজ প্রসঙ্গে প্রধান কোচ বলেন, মিরাজকে জেনুইন ব্যাটার বলতে পারি। কারণ সে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করেছে। আমরা তাকে জেনুইন অলরাউন্ডার হিসেবেও দেখতে পারি।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

দলে সাকিব-মিরাজের মতো অলরাউন্ডার থাকায় নির্ভার রয়েছেন কোচ। তিনি বলেন, আমাদের আরও একজন জেনুইন অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান। যেকোনো কোচ এটা পছন্দ করবে। বাংলাদেশ দলে দু’জন জেনুইন অলরাউন্ডার আছে। খুব বেশি দলের এই সুবিধা নেই। আমরা ভাগ্যবান। এর সুবিধা নেওয়ার চেষ্টা করব।

অভিষেকের পর থেকে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি দ্যুতি ছড়িয়েছেন মিরাজ। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাট হাতেও নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। তাতে মিডল অর্ডারে মিরাজ ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন হেচ কোচ।

আরও পড়ুন : আইসিসি টিভিতে বিনামুল্যে খেলা

সাত নম্বর পজিশনের জন্য মিরাজের কথা উল্লেখ করে হাথুরু বলেন, ‘সাত নম্বরে খুব কম খেলোয়াড় খেলতে পারে। এই পজিশনে মাঝে মাঝে উইকেটে এসেই ১০ রান করতে হয়। আবার অনেকসময় পাঁচ উইকেট পড়ে গেলে হাল ধরতে হয়। মিরাজ ওই কাজটা শেষ কিছু সিরিজে খুব ভালো মতোই করেছে। সুতরাং এটা কোনো সমস্যা নয়।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা